সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থ

Share This

সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থ


আজ খবর (বাংলা), হরিদ্বার, উত্তরাখন্ড, 30/12/2022 : আচমকা গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় ঋষভ পন্থ। 

এদিন দিল্লী থেকে গাড়িতে রুরকি যাচ্ছিলেন ভারতীয় উইকেট রক্ষক ঋষভ পন্থ। গাড়িতে তিনি একাই ছিলেন এবং নিজেই চালাচ্ছিলেন। হরিদ্বারের কাছে একটি ডিভাইডারে ধাক্কা মারেন ঋষভ। এর পরেই দুর্ঘটনার শিকার হন তিনি। 


দুর্ঘটনার পরেই গাড়িটিতে আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে, গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। ঋষভের পায়ে, কোমরে এবং কপালে ব্যাপক আঘাত লাগে। ব্যথা পান হাতে এবং পিঠেও। 

ঋষভকে উদ্ধার করে স্থানীয় রুরকি হাসপাতালে পাঠানো হয়। অবস্থার গুরুত্ব অনুভব করে এরপর তাঁকে ভর্তি করা হয় দেরাদুনের ম্যাক্স হাসপাতালে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, সেখান থেকে ঋষভকে নিয়ে যাওয়া হবে দিল্লীর এইমস হাসপাতালে। সেখানে তাঁর প্লাস্টিক সার্জারিও করা হতে পারে। 

উত্তরভারত জুড়ে শৈত্য প্রবাহ বইছে। ঘন কুয়াশার কারনে দৃশ্যমানতা যথেষ্ট কম থাকে। সেই কারনেই এই দুর্ঘটনা ঘটল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages