নেপালের আমদানী না কমালে দার্জিলিং চা সঙ্কটে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নেপালের আমদানী না কমালে দার্জিলিং চা সঙ্কটে

Share This

নেপালের আমদানী না কমালে দার্জিলিং চা সঙ্কটে


আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, 03/12/2022 : দার্জিলিং এর চা বাঁচাতে হলে ভারতে নেপালের চায়ের আমদানি রুখতে হবে। অন্যথায় আগামীতে সংকটের মুখে পড়তে চলেছে দার্জিলিংয়ের চা। 

শনিবার শিলিগুড়িতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে হিল তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন ওয়াকার্স অ্যাসোসিয়েশনের তরফে এমনটাই জানানো হয়। সংগঠনের তরফে প্রায় ৩ লক্ষ মানুষ দার্জিলিং চায়ের সঙ্গে জড়িত। দার্জিলিং চায়ের অস্থিত্ব সংকটে পড়লে বিপদের মুখে পড়বেন শ্রমিকরা। 

মাঝেমধ্যেই বিভিন্ন চা বাগান বন্ধ হয়ে পড়ছে। মালিকপক্ষের সাফাই দার্জিলিং চায়ের বিক্রি নেই। কমছে চাহিদা। সেক্ষেত্রে দার্জিলিং চায়ের সুরক্ষা অতি প্রয়োজনীয়। এক্ষেত্রে একমাত্র উপায় হল নেপালের চা আমদানিতে রাশ টানতে হবে৷

রিপোর্ট : ভাস্কর বাগচী 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages