পেলে : কিংবদন্তির মৃত্যু হয় না - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পেলে : কিংবদন্তির মৃত্যু হয় না

Share This

পেলে : কিংবদন্তির মৃত্যু হয় না


আজ খবর (বাংলা), সাও পাওলো, ব্রাজিল, 30/12/2022 : প্রয়াত হলেন ফুটবল সম্রাট পেলে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহস্পতিবার ভারতীয় সময় রাত্রি 11টা 57 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফুটবলের জাদুগর ছিলেন তিনি। ফুটবলকে নিয়ে খেলাচ্ছলে শিল্প সৃষ্টি করতেন যখন তখন। তাঁর ফুটবল জাদু দেখে চোখ ধাঁধিয়ে যেত প্রতিপক্ষ দলের খেলোয়ারদের। আর তার ফাঁকেই বোল প্রতিপক্ষের গোলের জালে জড়িয়ে দিয়ে বিজয় উল্লাসে মেতে উঠতেন পেলে। তাঁর ফুটবল কৌশলে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব। মোহিত হয়ে থেকেছে দশকের পর দশক।

অন্ত্রের ক্যান্সারে ভুগছিলেন পেলে। বেশ কিছুদিন ধরে হাসপাতালেই ছিলেন। পাশে ছিল তাঁর পরিবার। তাঁর মেয়ে। গোটা  বিশ্ব তাঁর আরোগ্য কামনা করে প্রার্থনা করছিল, যদি কোনো মিরাকল হয়ে যায়। আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছিলেন রোমারিও, মেসি, রোনাল্ডোরাও। কিন্তু সবাইকে বিশেষত ফুটবলকেও চিরবিদায জানিয়ে অজানার পথে পাড়ি দিলেন এডসন এরেনটস দ্য নশিমেন্টো পেলে। 

কলকাতার ময়দানেও খেলে গিয়েছেন ফুটবল সম্রাট পেলে সেই সময় স্যান্টস ক্লাবে খেলতেন তিনি। তবে কলকাতায় এসে মোহনবাগানের বিরুদ্ধে কসমস ক্লাবের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি। খেলার ফলাফল হয়েছিল 2-2 ড্র। 

মারাদোনা চলে গিয়েছেন আগেই আর এবার রেনবো ব্রিজ পার করে হয়ত আর এক সবুজ ময়দানে বল পায়ে নেমে পড়বেন পেলে, মোকাবিলা করবেন মারাদোনার। ফুটবল ময়দান কি অবিভাবক হীন হয়ে গেল?  কিংবদন্তির তো কোনো মৃত্যু হয় না ! অসংখ্য মানুষের হৃদ মাঝারে তিনি থেকে যাবেন, চিরকাল।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages