আজ খবর (বাংলা), অমৃতসর, পাঞ্জাব, 26/12/2022 : পাঞ্জাব সীমান্তে আজ ফের একটি ড্রোন উদ্ধার করলেন বিএসএফ জওয়ানরা।
এদিন সকালবেলায় (সকাল 7টা 40 মিনিট নাগাদ) পঞ্জাবের অমৃতসর জেলায় আন্তার্জাতিক সীমান্তের একেবারে কাছে একটি ড্রোন আকাশে উড়তে দেখা যায়। সেই ড্রোনটিকে গুলি করে নামায় বিএসএফ। মনে করা হচ্ছে ঐ ড্রোনটা এসেছিল পাকিস্তানের দিক থেকে।
গতকাল সন্ধ্যেবেলাতেও অমৃতসর জেলার রাজাতাল গ্রামের আকাশে একটি ড্রোন উড়তে দেখা গিয়েছিল। কৃষিজীবী গ্রামবাসীরা বিএসএফকে খবর দিয়েছিল। এরপর বিএসএফ এসে গুলি করে নামিয়েছিল পাকিস্তানের দিক থেকে উড়ে আসা ড্রোনটিকে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 21 তারিখেও ডাওকে সীমান্তে আরও একটি ড্রোনকে গুলি করে নামিয়েছিল বিএসএফ।
Loading...