আজ খবর (বাংলা), দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 08/12/2022 : অনিত থাপা তাঁর প্রতিশ্রুতি পূরণ করে আজ শহীদ সতপাল রায়ের মূর্তি উন্মোচন করলেন
এক বছর আগে জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনায় শহিদ হওয়া গ্লেনবার্নের বাসিন্দা সতপল রাইয়ের শোক প্রকাশ করা হয়েছে এদিন। মূর্তি উন্মোচন GTA প্রধান অনিত থাপার হাতেই হয়েছে। মোড়ক উন্মোচনে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, একজন শহীদের কখনো মৃত্যু হয় না।
ভারতীয় গোর্খা ডেমোক্রেটিক ফ্রন্টের কেন্দ্রীয় মুখপাত্র কেশব রাজ পোখরেল বলেছেন, "দলের সভাপতি এবং জিটিএ প্রধান অনিত থাপা, যখন মৃতের পরিবারের সাথে দেখা করেছিলেন, তখন গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা শহীদ রাইয়ের মাজার তৈরি করবেন। আজ প্রথমবার শহীদ রায়ের মৃত্যুবার্ষিকী। পালিত হল।" তিনি তার প্রতিশ্রুতি পূরণ করে শহীদ সতপল রায়ের মুর্তি উন্মোচন করেন।"
প্রসঙ্গত উল্লেখ্য 8ই ডিসেম্বর 2021 তারিখে তামিলনাড়ুর কান্নুর নামক স্থানে একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত, সিডিএস এবং আরও ১৩ জন মারা যান।
১২ ডিসেম্বর শহীদ সতপল রায়ের মরদেহ তার গ্রামে আনা হয়। শহীদ রাইকে শেষ শ্রদ্ধা জানাতে গেলে অনিত থাপা শহীদের মূর্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। আজ সেই প্রতিশ্রুতি অনুযায়ী শহীদ সতপল রায়ের মূর্তি স্থাপন ও মোড়ক উন্মোচন করা হল।
কেশব রাজ পোখরেল জানান, "সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল টিসি টাইয়ুম এবং সেনাবাহিনীর ব্যান্ড লেবং থেকে শহীদকে শ্রদ্ধা জানায়।"
বার্ষিক মোড়ক উন্মোচনে বিশেষভাবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অমর লামা, বিধানসভার সদস্য যোগেন্দ্র প্রধান, নর্ডেন শেরপা, মণিকুমার রাই। একইভাবে, অলোক কান্ত মণি থুলুং এবং কেশব রাজ পোখরেল শহীদকে শ্রদ্ধা জানান।