অরুণাচল সীমান্তে উত্তেজনা তুঙ্গে, আকাশে সুখোই, রাফায়েল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


অরুণাচল সীমান্তে উত্তেজনা তুঙ্গে, আকাশে সুখোই, রাফায়েল

Share This

অরুণাচল সীমান্তে উত্তেজনা তুঙ্গে, আকাশে সুখোই, রাফায়েল


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 15/12/2022 : সদ্য ঘটে যাওয়া চীন-ভারতের সেনা সংঘাতের পর অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকায় এই মুহুর্তে টান টান উত্তেজনা ছড়িয়েছে।

অরুণাচলের তাওয়াং কাঁপছে প্রবল শৈত্য প্রবাহে, অরুণাচল কাঁপছে ভারতীয় যুদ্ধ বিমানগুলির পরক্রমের আওয়াজে। তাওয়াং এলাকায় তুষারপাত শুরু হয়ে গিয়েছে। প্রবল শৈত্যপ্রবাহের মধ্যেও উচ্চ হিমালয়ের পোস্টগুলি ছেড়ে নিচে নেমে আসেনি ভারতীয় সেনাবাহিনী। 

গত 9ই ডিসেম্বর 300 জনের চীনা লাল ফৌজের একটি দল এসেছিল এরকমই একটা পোস্ট দখল করতে। জায়গাটার নাম ইয়াংসে। তাওয়াং থেকে মাত্র 25 কিলোমিটার দুরে যার অবস্থান। এখানেই 300 চীনা সেনার মোকাবিলা করে কার্যত তাদের মাটিতে ফেলে পেটায় 70 জন ভারতীয় বীর সেনা জওয়ান। সব কিছু ফেলে চীনা সেনারা আহত অবস্থাতেই পালিয়ে গিয়ে প্রাণ বাঁচায়। ভারতীয় সেনার এই পরাক্রমের বিবরণ জেনে যায় গোটা বিশ্ব। বিষয়টি সংসদের শীতকালীন অধিবেশনে গোপন করেন নি দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। এই ইস্যুতে (দেশের নিরাপত্তা) সব রাজনৈতিক দলকে পাশে থাকার আবেদন জানান তিনি।

আজ অরুণাচল প্রদেশের তাওয়াং এর আকাশে প্রবল উত্তেজনা দেখা দিয়েছে। তাওয়াং এর আকাশে আজ চক্কর কাটতে দেখা গিয়েছে সুখোই যুদ্ধবিমান ও চিনুক হেলিকপটারগুলিকে। পশ্চিমবঙ্গের হাসিমারা থেকে ইতিমধ্যেই রাফায়েল যুদ্ধবিমানগুলি পৌঁছে গিয়েছে তাওয়াং এর আকাশে। চুড়ান্ত প্রস্তুতি সেরে রেখেছে পদাতিক সেনাও। মজুত করা হয়েছে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং খাবার। সব মিলিয়ে তাওয়াং অজানা উত্তেজনায় কাঁপছে। পরিস্থিতির ওপর নজর রাখছে বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলিও।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages