আজ খবর (বাংলা), বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা, 10/12/2022 : বিজেপির ডিসেম্বর ধামাকার বিরুদ্ধে তোপ দেগে এবার সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
বাদুড়িয়ায় আজ এক জনসভায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "রাজ্যের মানবিক, কর্মঠ, সৎ, নির্ভিক মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যতদিন মনে করবেন ঠিক ততদিনই মানুষের আশীর্বাদে এরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। এক কথায় উন্নয়নের অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তমানে এ রাজ্যে বিজেপি তিন ফোড়ে কে বাজারে ছেড়ে দিয়েছে। বিজেপির ওইসব মুখ পচে গিয়েছে। মানুষ নিচ্ছে না। ওই তিন ফোড়ের কত বড়ো সাহস।"
জ্যোতিপ্রিয় মল্লিক আরও বলেন, "৩৪ বছরের ছেলে অভিষেক ব্যানার্জীর সঙ্গে লড়তে পারছে না। তারা নাকি আবার মমতা ব্যানার্জীর সঙ্গে লড়বে। ওই তিন ফোড়েরা এখন অভিষেক আতঙ্কে ভুগছে। উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ। আর এই উন্নয়নকে একমাত্র হাতিয়ার করেই আমরা আগামীদিন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনে একক ভাবে জয়ী হবে। নাম বলবো না, বিজেপির এক ফোড়ে এই ডিসেম্বরে ডেট দিচ্ছেন। তাকে আমি বলি। আপনি অনেক ডেট দিয়েছেন। সব ভাওতা, ভয় দেখানো। আমরা ওইসবে ভয় পাইনা। এই ডিসেম্বরে তৃণমূল খেলা দেখাবে আপনাদের। তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল।"
শনিবার দুপুরে বাদুড়িয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যে দিলীপ স্কুল মাঠে রক্তদান শিবিরে এসে বিজেপির বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।