আজ খবর (বাংলা), বেজিং, চীন, 31/12/2022 : ইউক্রেন সমস্যা সমাধানের জন্যে চীনের প্রেসিডেনট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেনট ভ্লাদিমির পুতিনের মধ্যে কথা বার্তা চলছে।
দুই দেশের কথাবার্তার বিষয় হওয়া উচিত ছিল দুই দেশের সীমান্ত সমস্যা, নিরাপত্তা, পরিকাঠামো, বানিজ্য ও অর্থনীতি। কিন্তু দেখা গেল শি জিনপিং এক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই নকল করে গেলেন। রাশিয়ার সাথে জরুরী বৈঠকে মোদী বার বার ইউক্রেন সমস্যা সমাধানের কথা তুলেছিলেন নির্ভীকভাবে। ঐ চরম সঙ্কটের মাঝেও ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা রক্ষা পেয়েছিল। তাদের নির্বিঘ্নে উদ্ধার করে আনা গিয়েছিল।
পুতিনের সাথে বৈঠকে শি জিনপিং মোদীর পথেই হাঁটলেন। ইউক্রেন সমস্যার সমাধানের বিষয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে।