'পাকিস্তান জিন্দাবাদ' শ্লোগান তুলে গ্রেপ্তার 5 - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


'পাকিস্তান জিন্দাবাদ' শ্লোগান তুলে গ্রেপ্তার 5

Share This

'পাকিস্তান জিন্দাবাদ' শ্লোগান তুলে গ্রেপ্তার 5


আজ খবর (বাংলা), ভোজপুর, বিহার, 24/12/2022 : 'পাকিস্তান জিন্দাবাদ' শ্লোগান তুলে বিজয় উৎসব করার জন্যে বিহারের আরা জেলা থেকে গ্রেপ্তার করা হল 5 জন যূবককে।

একটি ভিডিও ভাইরাল হয়েছিল গতকাল। সেই ভিডিওতে দেখা যায় বিহারের ভোজ্পুরের চন্ডী গ্রামে একদল যূবক একটি ট্রফি নিয়ে বিজয় উল্লাস করছে। তাদেরই মুখে ছিল বিভিন্ন রকম আপত্তিকর শ্লোগান। সেই সঙ্গে তারা 'পাকিস্তান জিন্দাবাদ' বলেও শ্লোগান দিতে থাকে। 

ভিডিওতে বেশ কয়েকজনকে দেখা গিয়েছে। যে যূবক ভিডিও তুলছিল নীল জামা পড়ে, তাকেও শনাক্ত করা গিয়েছে। এছাড়াও বেশ কয়েকজনের মুখ স্পষ্ট দেখা গিয়েছে বলে জানা গিয়েছে।

বিহারের পুলিশ প্রাথমিকভাবে ঐ ভাইরাল হওয়া ভিডিওতি খুঁটিয়ে পরীক্ষা করেছে। এরপরই বিজয় উল্লাসেমত্ৎ থাকাদের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সঙ্গী সাথীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages