ভারতে আগত 2 বিদেশির দেহে করোনা ! - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভারতে আগত 2 বিদেশির দেহে করোনা !

Share This

ভারতে আগত 2 বিদেশির দেহে করোনা !


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 26/12/2022 :  বিশ্বের বিভিন্ন দেশের সাথে সাথে ভারতেও করোনা ভাইরাস ফের একবার ভ্রুকুটি দেখাতে চাইছে। কিন্তু যথেষ্ট সতর্কও রয়েছে ভারত সরকার।

দেশের বিমানবন্দরগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে। রুটিন চেক আপ চলছে। আজ কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধ গয়া যাওয়ার সময় এক বৃটিশ মহিলা নাগরিকের দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ঐ মহিলার নাম টি মেরি, তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে।

দিল্লী থেকে আগ্রার তাজমহল দেখতে যাওয়া আরও এক বিদেশি পর্যটকের দেহেও করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। তাঁকে আইসলেশনে রাখা হয়েছে। তিনি ভারতে কার কার সংস্পর্শে এসেছেন তাও খূঁজে দেখা হচ্ছে। তিনি গত 22 তারিখে ভারতে এসেছিলেন। 

এছাড়াও চীন ফেরত এক ভারতীয় নাগরিকের দেহেও করোনা ভাইরাসের উপস্থিতি নিয়ে জোর চর্চা চলছে। চীনে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। চুড়ান্ত সতর্ক ভারত। তবে আশার কথা এই যে ভারতের মানুষ করোনা প্রতিষেধক এবং বুস্টার ডোজ নিয়েছে ব্যাপক হারে। তাই কোমরবিডিটির ক্ষেত্রেও ভারতীয়রা লড়াই করতে পারবে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য ফের মাস্ক ব্যবহার করতে অনুরোধ করেছেন দেশবাসীকে। তিনি বারবার হাত ধোয়ার কথাও বলেছেন। আজ পশ্চিমবঙ্গ সরকারও এই বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক সেরে রেখেছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages