বোলপুরে 2 টাকার হাট! - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বোলপুরে 2 টাকার হাট!

Share This

বোলপুরে 2 টাকার হাট!


আজ খবর (বাংলা), বোলপুর, বীরভূম, 05/12/2022 : 'দু টাকার হাট' হ্যাঁ ঠিকই শুনেছেন, রবিবারে দুটাকার হাট বসেছিল বোলপুর সংলগ্ন সাহেবডাঙ্গা আদিবাসী গ্রামে। কিন্তু কি এই হাট, কিই বা হলো কেনাবেচা?রবিবারের এই হাটে কেনাবেচা হলো জামাকাপড়,আর যার মূল্য রাখা হয়েছিল মাত্র দুটাকা! 

যার বিনিময়ে ঐ আদিবাসী গ্রামের মানুষজন পাচ্ছেন পরিধেয় যোগ্য পুরাতন জামাকাপড়,তার সঙ্গে দেওয়া হচ্ছে দশটাকার ডিটারজেন্ট প্যাকেট।আর এই জামাকাপড় গুলো দিয়ে সহযোগিতা করেছেন বোলপুর, সিউড়ি, লাভপুর,কীর্ণাহার এলাকার অসংখ্য মানুষ।আসলে এই অভিনব আয়োজন যার মস্তিষ্কপ্রসূত, সেই বুদ্ধিশ্বর মণ্ডল একজন তায়কোয়ান্দো প্রশিক্ষক আর প্রশিক্ষণ দিতে ঐসমস্ত এলাকায় গিয়ে সংগ্রহ করে এনেছেন জামাকাপড় গুলো, এক্ষেত্রে প্রত্যেকেই তাদের পুরাতন জামাকাপড় গুলো বেশ আগ্রহ সহকারে তুলে দিয়েছেন তার হাতে। 

একটা একটা করে সংগ্রহ করে সেগুলো নিয়েই হাট বসিয়েছিলেন বুদ্ধিশ্বরবাবু। কিন্তু কেন দুটাকা? তিনি বললেন,'আসলে আমরা চাই ওদের যেন মনে নাহয় এগুলো অনুদান পাচ্ছে,ওরা মনে করুক এগুলো কিনে নিচ্ছে।'

রিপোর্ট : দেবাশীষ পাল

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages