উন্নয়নের খতিয়ান তুলে ধরতে ত্রিপুরায় বিজেপির 'বিকাশ মেলা' - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


উন্নয়নের খতিয়ান তুলে ধরতে ত্রিপুরায় বিজেপির 'বিকাশ মেলা'

Share This

উন্নয়নের খতিয়ান তুলে ধরতে ত্রিপুরায় বিজেপির 'বিকাশ মেলা'


আজ খবর (বাংলা), আগরতলা, ত্রিপুরা, 03/11/2022 : রাজ্য জুড়ে সুশাসন সুনিশ্চিত করতে বিকাশ মেলার আয়োজন করেছে ত্রিপুরা বিজেপি।

বিজেপি আই পি এফ টি জোট ২০১৮ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতিটি সভায় সে সরকারি পর্যায়ে হোক বা দলীয় ভাবে একটা কথায় বলতেন আমরা ২০২৩ সালে যখন নির্বাচনে যাবো তখন রিপোর্ট কার্ড হাতে নিয়ে যাবো, আপনারা সেই রিপোর্ট কার্ড দেখে বিচার বিশ্লেষণ করে আমাদের ভোট দেবেন, নির্বাচন আসন্ন, তাই আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সরকার পঞ্চায়েত থেকে শুরু করে জিলা, মহকুমা, ব্লক ও পুর পর্যায়ে প্রতি ঘরে সুশাসন এই পর্যায়ে বিকাশ মেলা শুরু করেছেন, বিকাশ মেলায় রাজ্য সরকার বিগত সাড়ে চার বছরে কি কি উন্নয়ন মূলক কাজ কর্ম করেছে তার একটা চিত্র বা রূপরেখা তুলে ধরেছে। 


মঙ্গলবার বেলা এগারটায় বিলোনিয়া টাউন হলে বিলোনিয়া পুর পরিষদের উদ্যোগে আয়োজিৎ বিকাশ মেলায় উপস্থিত ছিলেন ডিরেক্টার আরবান ডেভেলপমেন্ট তমাল মজুমদার, জিলা পরিষদের সহ সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক,দায়িত্ব প্রাপ্ত এস ডি এম বিলোনিয়া সুরেশ জামাতিয়া,পুর পিতা নিখিল চন্দ্র গোপ,স্ট্যান্ডিং কমিটির সভাপতি গণ...অনুপম চক্রবর্তী,বাবুল ভোমিক, সুশঙ্কর ভৌমিক, দীপা পাল মজুমদার সহ অন্য সদস্য সদস্যা গণ, বিকাশ মেলায় আমন্ত্রীত অতিথিগন প্রত্যেকে তাঁদের বক্তব্যে গত সাড়ে চার বছরে রাজ্য সরকারের নানা উন্নয়ন মূলক কাজ কর্মের পরি সংখ্যান তথ্য সহকারে তুলে ধরেন। 

ডিরেক্টার তমাল মজুমদার বলেন অর্থের অভাব নেই,  দরকার শুধু উদ্যোগের, আপনারা উদ্যোগী হন, হয়ে যাবে সব! আলোচনায় শ্রী বাবুল ভৌমিক পুর পরিষদের বিগত কাজের একটা পরিসংখ্যান তুলে ধরে কি কি কাজ হয়েছে তাঁর একটা চিত্র তুলে ধরেন, সব শেষে সভাপতির বক্তব্যে চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ নগর বাসীদের ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্য পেস করেন, তিনি বলেন এখন গায়ের রং দেখে সুবিধাভোগী নির্বাচন করা হয় না। 

যিনি সত্যিকারের সুবিধাভোগী তাঁর কাছে সব সুবিধা পৌঁছে হবে, এটার নাম বিজেপি, যার কান্ডারি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবকা বিকাশ সবকা সাথ যার মূল মন্ত্র, আমরা সবাই সেই পথের দিশারী, আসুন আমরা ভেদাভেদ ভুলে এক নতুন ভারত গড়ে তুলি, মোদীজির স্বপ্নকে সার্থক করি। 

সভাপতির ভাষন শেষে মঞ্চে সুবিধা ভোগীদের হাতে জব কার্ড, স্ব সহায়ক দলের হাতে চেক, বাড়ি বাড়ি আবর্জনা জমিয়ে রাখার জন্য দুটো করে বালতি তুলে দেওয়া হয়!এছাড়া বিকাশ মেলায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর স্টল খুলেছে সাধারনের মধ্যে প্রশাসনিক সুবিধা পৌঁছে দেওয়ার জন্য, যেখানে পি আর টি সি, আয়ুষ্মান কার্ডের মতো গুরুত্ব পূর্ণ নথি যাতে যাতে সাধারণ জনগণ খুব সহজে পেতে পরেন তাঁর ব্যবস্থা করা!বিকাশ মেলায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়!

রিপোর্ট : বাণীব্রত দত্ত

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages