ঘুমের দেশে পাড়ি ঐন্দ্রিলার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ঘুমের দেশে পাড়ি ঐন্দ্রিলার

Share This

ঘুমের দেশে পাড়ি ঐন্দ্রিলার


আজ খবর (বাংলা), হাওড়া, পশ্চিমবঙ্গ, 20/11/2022 : মৃত্যুর সাথে দীর্ঘ 20 দিনের পাঞ্জা শেষ হল। হার মানলেন ঐন্দ্রিলা। আজ দুপুরে হাসপাতালের শয্যায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন 24 বছরের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। 

খুব কম বয়স, ভাল অভিনেত্রী, টলিউডে সকলের সঙ্গেই ভাল সম্পর্ক ছিল ঐন্দ্রিলার। অস্থি ও মজ্জার ক্যান্সার বাসা বেঁধেছিল তাঁর শরীরে। ঐন্দ্রিলার পরিবারে অনেকেই চিকিৎসক। দিল্লীর এইমস এ তাঁর চিকিৎসা করানো হয়। সেবার ক্যান্সারকে হারিয়ে হাসিমুখে ফিরে এসে ফের অভিনয় জগতের আলোয় ভেসে যান তিনি।

এরপর ফের তাঁর শরীরে ক্যান্সার ফিরে আসে। কেমোথেরাপি চলতে থাকে, চুল উঠে যায়। কিন্তু সব কিছুর সাথে লড়াই করেই ঐন্দ্রিলা শ্যুটিং ফ্লোরে ফিরে আসেন। তাঁর এই অসম লড়াই অনুপ্রেরণা হয়ে উঠল সবার কাছে। 


কুড়ি দিন আগে ব্রেন স্ট্রোক নিয়ে ঐন্দ্রিলা ফের ভর্তি হন হাসপাতালে। সব সময় তাঁর পাশে ছিলেন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী। তবে ক্রমেই কোমায় চলে যান তিনি। সকলেই আশা করেছিলেন ফের দুর্দান্ত লড়াই করে ফিরে আসবেন তিনি। গত পরশু অবস্থা একটু স্থিতিশীল হলেও গতকাল রাত্রি থেকে আজ সকাল পর্যন্ত অন্তত দশবার মাইক্রো স্ট্রোক হয় তাঁর। রবিবার  দুপুর 12টা 59 মিনিটে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন 'জিয়ন কাঠি'র ঐন্দ্রিলা। 

তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিত চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, বাদশা মৈত্র প্রমুখ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages