![]() |
অরবিন্দ কেজরিওয়ালের সাথে মহাবল মিশ্র (মাঝে) |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 20/11/2022 : কংগ্রেস ছেড়ে হেভিওয়েট নেতা মহাবল মিশ্র আজ যোগ দিলেন কেজরিওয়ালের আম আদমি পার্টিতে।
মহাবল মিশ্র কংগ্রেসে থাকাকালীন পশ্চিম দিল্লী কেন্দ্রের সাংসদ ছিলেন। দিল্লীর দ্বারকা কেন্দ্র থেকে তিন বারের বিধায়ক ছিলেন তিনি। এছাড়াও পুরপিতা হিসেবেও কাজ করেছেন। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার নিয়ে তাঁকে দিল্লী কংগ্রেসের একজন হেভিওয়েট নেতা বলা হত। 2020 সালে তাঁর পুত্র বিনয় মিশ্র আম আদমি পার্টিতে যোগ দিলে মহাবল মিশ্রের কংগ্রেসের সদস্য পদ আটকে দেওয়া হয়েছিল।
আজ আপ শীর্ষ নেতা তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লীর উপ মুখ্যমন্ত্রী মনীশ শিশদিয়ার উপস্থিতিতে কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে যোগদান করলেন মহাবল মিশ্র। প্রসঙ্গত উল্লেখ্য আর কিছুদিন পরেই দিল্লীতে রয়েছে পুরসভার নির্বাচন।