আসাম-মেঘালয় সীমান্তে গুলিতে মৃতদের জন্য শোক প্রকাশ মমতার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আসাম-মেঘালয় সীমান্তে গুলিতে মৃতদের জন্য শোক প্রকাশ মমতার

Share This

আসাম-মেঘালয় সীমান্তে গুলিতে মৃতদের জন্য শোক প্রকাশ মমতার


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 23/11/2022 : আসাম ও মেঘালয়ের সীমান্তে গুলি চালনার ঘটনায় যে 6 জন  মারা গেলেন তাঁদের পরিবারের কাছে গভীর শোক জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ঘটনার জন্যে চরম উষ্মা প্রকাশ করেছেন তিনি। 

মমতা ব্যানার্জি বলেন, "আসাম ও মেঘালয় সীমান্তে মুখরো বলে জায়গাটিতে আসাম পুলিশ ও আসাম বন দপ্তরের কর্মীরা গুলি চালিয়েছে, যে ঘটনায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। জারা ঐ অঞ্চলের গ্রামবাসী। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি খুবই ব্যথিত হয়েছি এবং মৃতদের পরিবার পরিজনদের কাছে শোক জ্ঞাপন করছি। সম্পূর্ণ অনভিপ্রেত এই ঘটনার নিন্দা করছি।"

গতকাল কাটা গাছের গুঁড়ি (লগ) বোঝাই একটি ট্রাকের পিছু নিয়েছিল আসাম বন দপ্তর। সঙ্গে ছিল আসাম পুলিশ। আসাম ও মেঘালয়ের সীমান্তে মুখরো গ্রামের কাছে এসে ট্রাকটিকে আটকানো হয় এবং তল্লাশি চালানো হয়। খবর পেয়ে সেখানে জড়ো হয় মুখরোর স্থানীয়রা। তারা বনকর্মী এবং পুলিশ কর্মীদের চারদিক থেকে ঘিরে ধরে। সেই সময় বনকর্মী ও পুলিশ কর্মীরা গুলি চালিয়ে দেয়। এতেই 6 জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। 


মৃত 6 জনের মধ্যে 5 জন মেঘালয় রাজ্যের বাসিন্দা এবং 1 জন আসামের বাসিন্দা। আজ ঐ এলাকায় দুই রাজ্যেরই পুলিশ মোতায়েন রয়েছে। দুই রাজ্যের তরফ থেকেই তদন্ত শুরু হয়েছে। রাজনৈতিক নেতারা বিবৃতি দিচ্ছেন। ভরা মরসুমে মেঘালয়ের বিভিন্ন জায়গায় আটকে আছেন পর্যটকেরা। বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages