বনমন্ত্রীর সাথে জিটিএ সদস্যদের বৈঠকে মিলল আশ্বাস - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বনমন্ত্রীর সাথে জিটিএ সদস্যদের বৈঠকে মিলল আশ্বাস

Share This

বনমন্ত্রীর সাথে জিটিএ সদস্যদের বৈঠকে মিলল আশ্বাস


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 17/11/2022 : দার্জিলিং থেকে কলকাতায় এসে বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে সাক্ষাত করে গেলেন জিটিএ কর্তারা।

কলকাতা সফরকালে বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে সাক্ষাত করে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় বন ভিত্তিক পর্যটন ও অরণ্য অঞ্চলে গ্রামবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেন জিটিএ সদস্যদের একটি দল। জিটিএ দলে ছিলেন অরুণ সিগজি, আনোশ থাপা, বিশ্বাস গুরুং প্রমুখ।

আজকের বৈঠকে জিটিএ সদস্যরা দার্জিলিংয়ে অরণ্য অঞ্চলে গ্রামবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিভিন্ন জায়গায় হাতি ফসল নষ্ট করে দেয় অথচ সেভাবে ক্ষতিপুরণ পাওয়া যায় না। এই সব অভিযোগও ছিল ঐ বৈঠকে।

জ্যোতিপ্রিয় মল্লিক জিটিএ সদস্যদের আশ্বাস দেন বিষয়টিকে নিয়ে পদক্ষেপ করার জন্যে। গ্রামবাসীদের সুরক্ষার জন্যে তিনি গজমিত্র নিয়োগ করার নিদান দেন। এছাড়া তাঁর হাতে থাকা আর এক দপ্তরের হয়ে তিনি পাহাড়ে অরণ্য অঞ্চলে সৌর শক্তি চালিত নিদ্যুৎ সরবরাহের ওপর জোর দেন। এছাড়াও বনমন্ত্রী বলেন আগামী 29-30 নভেম্বর তিনি পাহাড়ে যাবেন, সেই সময় এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হতে পারে। বনমন্ত্রীর আশ্বাস পেয়ে জিটিএ সদস্যরা তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages