![]() |
কর্নেল রমেশ রাঠোর |
আজ খবর (বাংলা), গুয়াহাটি, আসাম, 16/11/2022 : দ্রুতবেগে ছুটে এসে নিয়ন্ত্রণ হীন একটি গাড়ি উড়িয়ে দিয়ে গেল এক সেনা আধিকারিককে। মৃত্যু হয়েছে ঐ সেনা কর্তার।
সেনা সূত্রে জানা গিয়েছে মৃত সেনা কর্তার নাম কর্নেল রমেশ রাঠোর। 12 নম্বর রেজিমেন্টএর কর্নেল রাঠোর মেঘালয় রাজ্যের শিলং শহরে কর্মরত ছিলেন। গতকাল বিকাল পাঁচটা নাগাদ তিনি হেঁটেই নিজের অফিসে যাচ্ছিলেন। সেই সময় দ্রুতবেগে ছুটে এসে একটি স্কর্পিও গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায় নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষনা করেন।
কর্নেল রাঠোরের নশ্বর দেহ আগামীকাল রাজস্থানের জয়পুরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে রাজস্থানের চুরু জেলার ঘানাউ শাদুলপুরে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই 18 তারিখে কর্নেলের শেষকৃত্য সম্পন্ন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই কর্নেলের পুত্র ন্যাশানাল ডিফেন্স একাডেমিতে যোগ দিয়েছেন।