আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 23/11/2022 : দর্শকাসনে বসে ছিলেন দুই বিচারপতি, গিরিশ মঞ্চে হঠাৎ করেই আগুন লেগে গেল।
বুধবার সন্ধ্যেবেলায় কলকাতার গিরিশ মঞ্চে একটি নাটক মঞ্চস্থ হচ্ছিল। সেই নাটক দেখতে দর্শকাসনে বসে ছিলেন দুই মাননীয় বিচারপতি, অভিজিত গঙ্গোপাধ্যায় ও বিশ্বজিত বসু। এমন সময় হঠাৎ করেই গিরিশ মঞ্চের ভিতরে ধোঁয়া বের হতে দেখা যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে যায়। দমকলের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের আধিকারিকরা। বিচারপতিরা নিরাপদে আছেন বলে জানা গিয়েছে।
কিভাবে নাটক চলাকালীন গিরিশ মঞ্চে আগুন লাগল তার ফরেন্সিক তদন্ত করা হবে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।