আজ খবর (বাংলা), সোদপুর, উত্তর 24 পরগণা, 19/11/2022 : ফের অমানবিক রেল, ট্রেনে ধাক্কা খেয়ে আহত অবস্থায় কয়েক ঘন্টা পড়ে রইল লাইনের পাশে। সাংবাদিকদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হলো আহতকে ।
ট্রেনে ধাক্কা খেয়ে সোদপুর স্টেশন সংলগ্ন ৮ নম্বর রেলগেট অঞ্চলে এক ব্যক্তি এদিন বিকেলে ঘণ্টাখানেক আহত ও অচৈতন্য অবস্থায় পড়ে ছিল রেললাইনের পাশেই । কিন্তু তাকে উদ্ধারে এগিয়ে আসেনি রেল পুলিশ। রেলগেটে কর্মরত গেট ম্যান খবর দেয়নি রেল কর্তৃপক্ষকে এমনটাই অভিযোগ স্থানীয়দের ।
খবর পেয়ে সাংবাদিকেরা ঘটনাস্থলে পৌঁছলে তাদেরই সহযোগিতায় দীর্ঘ প্রায় দু'ঘণ্টার কাছাকাছি রেল লাইনের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকার পর রেল পুলিশ ও খড়দহ থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় খড়দহ বলরাম সেবা সদন হাসপাতালে । ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপড়ে দিলেন স্থানীয় বাসিন্দা সহ পথ চলতি মানুষ ।