ফের অমানবিক রেল, আহতকে উদ্ধার করলেন সাংবাদিকরা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ফের অমানবিক রেল, আহতকে উদ্ধার করলেন সাংবাদিকরা

Share This

ফের অমানবিক রেল, আহতকে উদ্ধার করলেন সাংবাদিকরা


আজ খবর (বাংলা), সোদপুর, উত্তর 24 পরগণা, 19/11/2022 : ফের অমানবিক রেল, ট্রেনে ধাক্কা খেয়ে আহত অবস্থায় কয়েক ঘন্টা পড়ে রইল লাইনের পাশে। সাংবাদিকদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হলো আহতকে ।

ট্রেনে ধাক্কা খেয়ে সোদপুর স্টেশন সংলগ্ন ৮ নম্বর রেলগেট অঞ্চলে এক ব্যক্তি এদিন বিকেলে ঘণ্টাখানেক আহত ও অচৈতন্য অবস্থায় পড়ে ছিল রেললাইনের পাশেই । কিন্তু তাকে উদ্ধারে এগিয়ে আসেনি রেল পুলিশ। রেলগেটে কর্মরত গেট ম্যান খবর দেয়নি রেল কর্তৃপক্ষকে এমনটাই অভিযোগ স্থানীয়দের । 

খবর পেয়ে সাংবাদিকেরা ঘটনাস্থলে পৌঁছলে তাদেরই সহযোগিতায় দীর্ঘ প্রায় দু'ঘণ্টার কাছাকাছি রেল লাইনের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকার পর রেল পুলিশ ও খড়দহ থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় খড়দহ বলরাম সেবা সদন হাসপাতালে । ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপড়ে দিলেন স্থানীয় বাসিন্দা সহ পথ চলতি মানুষ ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages