আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 22/11/2022 : রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গিয়েছে অনেকটাই, আর তার জন্যে স্বাস্থ্য দপ্তরকে দোষারোপ করে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার ডেঙ্গু প্রতিরোধে রাজ্য সরকার ব্যর্থ বলে দোষারোপ করে রাজ্য বিজেপির তরফ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। সেই মিছিলে বিজেপি নেতাদের মশারির ভিতরে থাকতে দেখা যায়। ঐ মিছিল থেকে আজ সাধারন মানুষকে মশারি বিতরণ করতেও দেখা যায় বিজেপি নেতাদের।
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন ডেঙ্গু দমনে রাজ্য সরকার একরকম ব্যর্থই হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকমত হাউসেই (বিধানসভা) আসেন না। অথচ প্রতিদিন একটু একটু করে রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে শুধুমাত্র রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অপেশাদার মনোভাবের জন্যে।
এর আগে গত 7ই নভেম্বর রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের ভয়ংকর ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে চিঠি লিখে অবগত করেছিলেন কেন্দ্র সরকারকে। শুভেন্দু অধিকারী চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যকে। তিনি অনুরোধ করেছিলেন যাতে কেন্দ্র সরকার অভিজ্ঞ ডাক্তারদের নিয়ে একটা প্যানেল তৈরি করে দেয়, যারা ডেঙ্গু সম্বন্ধে রাজ্য সরকারকে একটা গাইডলাইন তৈরি করে দেবে।