![]() |
সি ভি আনন্দ বোস |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 17/11/2022 : পশ্চিমবঙ্গ পেতে চলেছে নতুন স্থায়ী রাজ্যপাল। নতুন রাজ্যপালের নাম সি ভি আনন্দ বোস।
এর আগে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখর দেশের উপরাষ্ট্রপতি হয়ে গেলে তাঁর জায়গায় গত 18ই জুলাই লা গণেশন রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এবার রাজ্য পেতে চলেছে নতুন এবং স্থায়ী রাজ্যপাল। রাষ্ট্রপতির দপ্তর সূত্রে আজ জানা গিয়েছে রাষ্ট্রপতি নিজেই সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে মনোনীত করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে স্থায়ী রাজ্যপাল হিসেবে কাউকে হয়ত মনোনীত করতেনই রাষ্ট্রপতি। তবে কিছুদিন ধরেই অস্থায়ী রাজ্যপাল লা গণেশন সম্পর্কে পুরোপুরি সন্তুষ্ট দেখাচ্ছিল না রাজ্যের বিরোধী দল বিজেপিকে। আর আজই খবর এল রাজ্যের নতুন রাজ্যপাল হতে চলেছেন সি ভি আনন্দ বোস। আইএ এস আনন্দ বোস এর আগে মেঘালয় রাজ্যের উপদেষ্টা ছিলেন এবং সাফল্যের সাথে কাজ করেছেন।