আজ খবর (বাংলা), রাঁচি, ঝাড়খণ্ড, 17/11/2022 : খনি কেলেঙ্কারি ও আর্থিক দুর্নীতি মামলায় আজ শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরটের (ইডি) প্রশ্নের মুখোমুখি হতে চলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
এক দিন আগেই তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আগে থেকে নির্দিষ্ট করা একটি অনুষ্ঠানে যোগ দিতে ছত্তিশগড় চলে যাওয়ায় ইডির সামনে হাজির হতে পারেন নি। তবে আজ সম্ভবত তিনি ইডির মুখোমুখি হবেন। তাঁকে প্রশ্ন করতে ইতিমধ্যেই ইডির জয়েন্ট ডিরেকটর সহ উচ্চ পদস্থ আধিকারিকরা পৌঁছে গিয়েছেন রাঁচিতে। আজ কড়া নিরাপত্তার ব্যাবস্থাও করা হয়েছে রাঁচি শহর জুড়ে।
হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফ থেকে ইডির ভূমিকাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দেওয়া হয়েছে। তারা বলছে, বিজেপি চায় না দলিতরা বেড়ে উঠুক, উন্নতি করুক।
এইসব বক্তব্যের উত্তর দিতে গিয়ে বিজেপি নেতা বাবুলাল মারান্ডি বলেছেন "মুখ্যমন্ত্রী এবার বরং ইডির মুখোমুখি হোন, সেখানে তিনি যেন আদিবাসী কার্ড খেলার চেষ্টা না করেন।"