"এটা যুদ্ধ করার সময় নয়", পুতিনকে বার্তা মোদীর - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


"এটা যুদ্ধ করার সময় নয়", পুতিনকে বার্তা মোদীর

Share This

"এটা যুদ্ধ করার সময় নয়", পুতিনকে বার্তা মোদীর


আজ খবর (বাংলা), বালি, ইন্দোনেশিয়া, 16/11/2022 : "এটা যুদ্ধ করার যুগ নয়" রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের পরিপ্রেক্ষিতে আজ জি20 বৈঠকে এমনটাই মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

রাশিয়া এবং ইউক্রেনের চলতি সংঘাত নিয়ে কোনো পক্ষ না নেওয়া ভারত জি20 বৈঠক থেকে ঠিক কি ধরনের বার্তা দেয়, সেদিকে নজর ছিল গোটা বিশ্বের। আজ নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেনট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে যে বার্তা ছুঁড়ে দিলেন তা হল "এটা যুদ্ধ করার সময় নয়। শান্তি বজায় রাখতে এবং তা দীর্ঘস্থায়ী করতে সব পক্ষেরই উচিত আন্তর্জাতিক নিয়ম কানুনগুলিকে মেনে চলা।"

বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, অদূর ভবিষ্যতে ইউকে প্রধানমন্ত্রী ঋষি সুনকের সাথেও সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাতে ব্রিটেনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হয়। গতকাল ইন্দোনেশিযার রাষ্ট্রপতি জোকো উইডোডোর দেওয়া একটি নৈশভোজে অংশ নিয়ে চীনের প্রেসিডেনট শি জিনপিং এর মুখোমুখি হয়েছিলেন নরেন্দ্র মোদী। যদিও সরকারীভাবে জানানো হয়েছে সেটা ছিল নেহাত একটি সৌজন্যমুলক সাক্ষাত, তবে শি জিনপিং ও নরেন্দ্র মোদীর এই হাই প্রোফাইল সৌজন্যমুলক সাক্ষাতের দিকেও তাকিয়ে ছিল গোটা বিশ্ব।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages