বিশ্বের সার্বিক উন্নতির জন্যে ভাররের শক্তি নিরাপত্তা গুরুত্বপূর্ণ : মোদী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিশ্বের সার্বিক উন্নতির জন্যে ভাররের শক্তি নিরাপত্তা গুরুত্বপূর্ণ : মোদী

Share This

বিশ্বের সার্বিক উন্নতির জন্যে ভাররের শক্তি নিরাপত্তা গুরুত্বপূর্ণ : মোদী
বালিতে জি20 বৈঠকে নরেন্দ্র মোদী


আজ খবর (বাংলা), বালি, ইন্দোনেশিয়া, 15/11/2022 :  বিশ্বের সার্বিক বৃদ্ধির জন্যে ভারতের শক্তি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জি20 সামিটে যোগ দিয়ে আজ এ কথাই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জি 20 বৈঠকে যোগ দিয়ে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "বিশ্বের সার্বিক বৃদ্ধির জন্যে ভারতের শক্তি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও শক্তি সরবরাহের ক্ষেত্রে কোনোরকম বিধি নিষেধ থাকাটা উচিত নয়। পরিবেশ ও প্রকৃতিকে উন্মুক্ত ও পরিস্কার রাখতে ভারত বদ্ধ পরিকর।"

প্রধানমন্ত্রী বলেন, "শক্তি বা এনার্জির ক্ষেত্রে ভারত ক্রমেই উন্নতি করে চলেছে। পরিবেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রেও ভারত অঙ্গীকারবদ্ধ। 2030 সালের মধ্যে ভারতের লক্ষ্য এমন শক্তি ব্যবহার করা, যা কিনা পুনর্নবীকরণ বা রিনিউ করা সম্ভব হবে।"

এবার জি 20 বৈঠকের সভাপতিত্ব পেয়েছে ভারত। অর্থাৎ আগামী বছর জি20 বৈঠক বসতে চলেছে ভারতের মাটিতেই। এই এক বছর চলতি বৈঠকের ইস্যুগুলিকে নিয়ে জি20 দেশগুলির ঐক্যমতে পৌঁছানর জন্যে ভারত সার্বিকভাবে কাজ করে যাবে বলে আজ জানিয়েছেন নরেন্দ্র মোদী। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি20 বৈঠকে যোগ দিতে গতকালই বালি গিয়ে পৌঁছেছেন। বালিতে বৈঠকে যোগ দেওয়ার প্রাক্কালে তিনি ইউক্রেন সম্বন্ধে বলেন, "আমি বার বার বলেছি, ইউক্রেনে যুদ্ধ বিরতি করে দ্রুত গণতন্ত্রে ফিরে আসার পথ খুঁজতে হবে।" মোদী আরও বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোতা বিশ্ব অনেক মূল্য চুকিযেছে। বিভিন্ন দেশ সেই ক্ষত পুরণের চেষ্টা চালিয়ে গিয়েছে। এবার আমাদের পালা। করোনা প্রতিরোধে আমরা কিভাবে কাজ করেছি, তা দেখেছে গোটা বিশ্ব।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages