জগদ্ধাত্রী পূজো : চন্দননগরে মানুষের ঢল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জগদ্ধাত্রী পূজো : চন্দননগরে মানুষের ঢল

Share This

জগদ্ধাত্রী পূজো : চন্দননগরে মানুষের ঢল


আজ খবর (বাংলা), চন্দন নগর, হুগলী, 02/11/2022 : চন্দননগর জগদ্ধাত্রী পুজো, তৃতীয়া থেকেই জমজমাট। আজ মহা নবমী। গতকাল কয়েক দিন যাবদ রাত থেকেই মন্ডপে মন্ডপে রীতিমত  মানুষের ঢল নামতে শুরু করেছে। 

পুজোর শুরুর আগেই অবশ্য সূচনা হয়ে গিয়েছিল বলা যেতে পারে। কেননা এই অঞ্চলে জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। চন্দননগর, মানকুন্ডু, চাপদানি সকল জায়গায় তাদের পুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে মরিয়া লড়াই। চন্দননগরের বৈশিষ্ট্য জগদ্ধাত্রী পুজোয় আলোর জাদু, বিশাল বিশাল প্রতিমা ও সঙ্গে থাকে ভিন্ন থিমের বিভিন্ন প্যান্ডেল। 


কোথাও সিটি অফ জয়, কোথায় ঐক্যতান, কোথাও লাইটের ভেলকি, যত সময় গড়াবে ততই ভিড় উপচে পড়বে এই চন্দননগর এলাকায়। সমস্ত প্যান্ডেল ও রাস্তায় থাকবে মানুষের ঢল  চোখে পড়ার মতো।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages