106 বছর বয়সে প্রয়াত হলেন দেশের প্রথম ভোটার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


106 বছর বয়সে প্রয়াত হলেন দেশের প্রথম ভোটার

Share This

106 বছর বয়সে প্রয়াত হলেন দেশের প্রথম ভোটার


আজ খবর (বাংলা), কল্পা, হিমাচল প্রদেশ, 05/11/2022 : প্রয়াত হলেন দেশের প্রথম ভোটার শ্যাম শরণ নেগি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 106 বছর।

হিমাচল প্রদেশের কল্পার বাসিন্দা শ্যাম শরণ নেগি স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে প্রথম ভোটার হিসেবে ভোট দিয়েছিলেন, তারিখটা ছিল 1951 সালের 23শে অকটোবর। স্বাধীন ভারতের প্রথম ভোটার হিসেবে তাঁর নামই লেখা রয়েছে।


হিমাচল প্রদেশের কল্পায় 34 তম সাধারন নির্বাচনে গত 2 (নভেম্বর) তারিখেই ভোট দিয়েছেন নেগি। 106 বছর বয়সে তাঁর ভোটদানের বিষয়টি স্বীকৃতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আর আজ সকালে তাঁর জীবনাবসান হল।

নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন, 'আজকের প্রজন্মের অনেকেই ভোট দানে বিরত থাকেন। কিন্তু শ্যাম শরণ নেগি ছিলেন আগামী প্রজন্মের ভোটদাতাদের কাছে অনুপ্রেরণা স্বরূপ।'

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages