আজ খবর (বাংলা), ইংরেজ বাজার, মালদহ, 29/10/2022 : এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চঞ্চল্য ছড়ালো।
এক যুবকের ঝুলন্ত মৃতদেহ আমবাগান থেকে উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজি বাজার থানার কাগমাড়ি এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, ওই যুবকের নাম ইন্দ্রজিৎ ঘোষ বাড়ি ওই এলাকাতেই। বাড়ি থেকে ঢিল ছুড়া দূরত্বেই আম বাগানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর জানাজানি হতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তবে এটা খুন না আত্মহত্যা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
জানা গেছে সাতটারি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি আমবাগান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।
রিপোর্ট : বিশ্বজিত মন্ডল