আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 19/10/2022 : কংগ্রেস সভাপতি নির্বাচনে শেষমেশ জয়ী হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।
কংগ্রেস সভাপতির নির্বাচনে মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন মোট 7897 ভোট। তাঁর প্রতিদ্বন্দী শশী থারুর পেয়েছেন মাত্র 1000 ভোট। শশীর চেয়ে আট গুণ বেশি ভোট পেয়েছেন মল্লিকার্জুন খাড়গে। হার স্বীকার করে নিয়ে শশী থারুর রীতিমত শুভেচ্ছা জানিয়েছেন প্রতিপক্ষ মল্লিকার্জুনকে। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সনিয়া গান্ধীও।
প্রসঙ্গত উল্লেখ্য, কংগ্রেস সভাপতি নির্বাচনে মোট 9500টি ভোট পড়েছিল। মল্লিকার্জুন খাড়গে নয়া সভাপতি নির্বাচিত হলেন। এরপর কংগ্রেসের সদর দপ্তরে একটি অনুষ্ঠানের মাধ্যমে মল্লিকার্জুন খাড়গে নিজের দায়িত্ব বুঝে নেবেন, তবে তা হবে দীপাবলির পরে।