ফাটাকেষ্টর কালীপুজোর উদ্বোধন করলেন সেনা আধিকারিক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ফাটাকেষ্টর কালীপুজোর উদ্বোধন করলেন সেনা আধিকারিক

Share This

ফাটাকেষ্টর কালীপুজোর উদ্বোধন করলেন সেনা আধিকারিক
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 23/10/2022 : ফাটাকেষ্টর কালীপুজোর উদ্বোধনে সেনাবাহিনীর পূর্বাঞ্চলের লেঃ জেনারেল রাণাপ্রতাপ কালিটা। ফাটাকেষ্টর কালী পূজো আজও সংবাদ শিরোনামে।


সাবেক রীতি রেওয়াজ মেনে ভক্তি শ্রদ্ধা সহযোগে ধন ত্রয়োদশীর পবিত্র তিথিতে জনগণের জন্য খুলে দেওয়া হল উত্তর কলকাতার বহুচর্চিত নব যুবক সংঘ আয়োজিত 'ফাটাকেষ্ট-র কালীপুজো'র মণ্ডপ। উদ্বোধন করলেন সেনাবাহিনীর পূর্বাঞ্চলের শীর্ষ আধিকারিক (GOC-in-C Eastern Command) লেফটেন্যান্ট জেনারেল রাণাপ্রতাপ কালিটা (Lt. General Rana Pratap Kalita)। এই বছর ৬৫ তম বর্ষে পদার্পণ করল।


প্রবন্ধ রায় ওরফে ফ্যান্টা-র নেতৃত্বে কোলকাতার 'সীতারাম ঘোষ স্ট্রিট'-এ সাড়ম্বরে পালিত হচ্ছে ফাটাকেষ্ট নামাঙ্কিত এই কালীপুজো। 

লেঃ জেনারেল রাণাপ্রতাপ কালিটা-র সঙ্গে উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মুকুল রায়, বিধায়ক তাপস রায়, অন্যতম নেতা সঞ্জয় বক্সি সহ এলাকার তিন পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, সাধনা বসু ও স্বপন সমাদ্দার  সহ একাধিক বরেণ্য অতিথিবৃন্দ।


প্রসঙ্গত বলে রাখা ভালো, ১৯৯২ সালে হৃদরোগে ফাটাকেষ্টর মৃত্যু হওয়ার পর বর্তমানে এই পুজোর গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রবন্ধ রায় ওরফে ফান্টা ।

উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে একদিকে যখন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মায়ের বিভিন্ন রূপের বিবরণ শুনিয়েছেন, ঠিক তখন বিধায়ক তাপস রায় অপর বিধায়ক মুকুল রায়-কে সাক্ষী মেনে মায়ের কাছে দুষ্টের দমন শিষ্টের পালন করার অনুরোধ রেখেছেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages