সিত্রাং রুখতে আগাম ব্যবস্থা বাসন্তীতে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সিত্রাং রুখতে আগাম ব্যবস্থা বাসন্তীতে

Share This

সিত্রাং রুখতে আগাম ব্যবস্থা বাসন্তীতে


আজ খবর (বাংলা), বাসন্তী, উত্তর 24 পরগণা, 21/10/2022 : ঘূর্ণিঝড় সিত্রাংকে রুখতে তৎপর,আগে থেকে পরিকল্পনা তৈরী  বাসন্তীতে । দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত নতুন হাটে দি লেপ্রসী মিশন প্রেমানন্দ হাসপাতাল ও ফ‍্যামিলী প্লানিং এ‍্যাসোসিয়েশান অফ ইন্ডিয়া পক্ষ থেকে আগাম সতর্কবার্তা। 

আগামী ২৫ অক্টোবর একটি ঘুর্ণিঝড় আছড়ে পড়তে পারে।যার নাম সিত্রাং, গতি ঘন্টায় ৯০ কিমি হতে পারে।ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিন্মচাপ অঞ্চল সৃষ্টি ও সেটির ঘুর্ণিঝড়ে ঘনীভূত হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে।

পাশাপাশি সরকারিভাবে মৎস্যজীবিদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যাঁরা ইতিমধ্যে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি দিয়েছিলেন তাঁদেরকে ফিরে আসার জন্য বার্তা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, বিগত দিনে  আমফান, আয়লা, ফণি, বুলবুল, ইয়াস দাপট দেখিয়েছিলো। বিপর্যয়ের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন দি লেপ্রসী মিশন,প্রেমানন্দ হাসপাতাল।আবারও একটি ঘুর্ণিঝড় সিতরাং চোখ রাঙাচ্ছে। আছড়ে পড়তে পারে সুন্দরবনের উপর। 

বিপর্যয়ের আগে ও পরে সাধারণ মানুষের নিরাপত্তা সুদৃঢ় করতে আবারও বদ্ধ পরিকর দি লেপ্রসী মিশন  প্রেমানন্দ হাসপাতাল।বিপর্যয়ের আগে ও পরে এই দুই সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য হাত মিলিয়েছে ফ‍্যামিলী প্লানিং এ‍্যাসোসিয়েশান অফ ইন্ডিয়া। 

আবহাওয়া দফতরের পুর্বাভাষ পেয়েই ইতিমধ্যে বিপর্যয় কে কি ভাবে মোকাবিলা করা যায় তার প্লানিং করতে শুক্রবার সকালে এক জরুরী আলোচনা অনুষ্ঠিত হয়।বাসন্তীর নতুনহাট এলাকায় জরুরী আলোচনায় উপস্থিত ছিলেন কুলতলী,বাসন্তী,গোসাবা,ঝড়খালি,সুন্দরবন কোষ্টাল,মৈপিঠ থানা এলাকার বিশিষ্ট স্বেচ্ছাসেবক সহ সাধারণ মানুষজন।

প্রাকৃতিক বিপর্যয়ের আগে ও পরে কিভাবে সামাল দেওয়া হবে তার উপর আলোচনা হয়। পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নেমে জরুরী ভিত্তিতে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে নদীবাঁধ ভাঙন দেখলে তা রোধ করা,আগেভাগেই প্রসুতি মায়েদের কে নিরাপদস্থানে নিয়ে যাওয়া। বিপদজনক মাটির বাড়ি থেকে পরিবার কে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া,পানীয় জল,শুকনো খাবার ও ওষুধ মজুত রাখা এবং মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা।

এদিন বিপর্যয় মোকাবিলা নিয়ে জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন ফ‍্যামিলী প্লানিং এ‍্যাসোসিয়েশান অফ ইন্ডিয়ার ম‍্যানেজার সুপ্রতীম মজুমদার, প্রেমানন্দ হাসপাতালের ম‍্যানেজার  মার্ক মলয় আমরস, বিরিঞ্চী মাহাতো, বিশিষ্ট  সমাজসেবী মানিক চন্দ্র মন্ডল,অসিত নস্কর সহ বিশিষ্টজনেরা।

রিপোর্ট : কুতুবউদ্দিন মোল্লা

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages