![]() |
নব্যেন্দু মৌলিক , সমাজকর্মী |
আজ খবর (বাংলা), মালবাজার, জলপাইগুড়ি, 11/10/2022 : মালবাজারে হরপা বান কাণ্ডে নদী বিপর্যয়ের দায় মালবাজার পুরসভার এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনের বলে অভিযোগ করলেন সমাজকর্মী নব্যেন্দু মৌলিক৷
এই বিষয়ে জাতীয় পরিবেশ আদালত এবং কোলকাতা হাইকোর্ট এর প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আজ চিঠি দেন তিনি। তিনি বলেন, "ব্যাক্তিগতভাবে এলাকা পরিদর্শন করে বেশকিছু যুক্তি সংগ্রহ করেছি। যেমন,
১) নদীর গতিপথ পরিবর্তন, নদীর বেড ভরাট।
২) নদীর পথে ডাম্পিং গ্রাউন্ড তৈরি।
৩) জল ছাড়ার আগাম খবর না থাকা।
৪) বিপর্যয় মোকাবিলা ব্যবস্থার ত্রুটি।"
এই বিষয়গুলো জানাতেই এদিন জাতীয় পরিবেশ আদালত এবং কোলকাতা হাইকোর্ট এর প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে চিঠি পাঠানো হল বলে তিনি জানান।
Loading...