সিরিজের জন্যে মুখিয়ে আছি : শুভমন গিল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সিরিজের জন্যে মুখিয়ে আছি : শুভমন গিল

Share This

সিরিজের জন্যে মুখিয়ে আছি : শুভমন গিল


আজ খবর (বাংলা), লখ্নৌ, উত্তর প্রদেশ, 06/10/2022 : দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু করার আগেই ভারতীয় অল রাউন্ডার শুভমন গিল জানিয়ে দিলেন তিনি ওয়ান ডে ফরম্যাট দারুণভাবে উপভোগ করছেন।

আজ থেকেই শুরু হচ্ছে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচের সিরিজ। সেই ফরম্যাটে অংশ নিচ্ছেন শুভমন গিল। 

ইতিমধ্যে পরপর দুটি সিরিজ জিতেছে ভারত। একটি জিম্বাবোয়ে এবং অপরটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। দুটি সিরিজেই চুড়ান্ত সাফল্য পেয়েছেন শুভমন গিল। জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাট হাতে মোট 245 রান, একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি ছিল তাঁর। 

আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মোট 205 রান ছিল তাঁর সংগ্রহে, যার মধ্যে হাফ সেঞ্চুরি ছিল দুটি। শুধু তাই নয়, দুটি সিরিজেই শুভমন হয়েছেন ম্যান অফ দ্য সিরিজ। 

আজ দক্ষিন আফ্রিকার বিরুদ্ধেও মাঠে নেমে কিছু করে দেখানোর মুডে রয়েছেন শুভমন গিল। যাকে বলে রীতিমত চার্জড এবং ফোকাসড । শুভমন বলেন, "বরাবরই ওয়ান ডে ফরম্যাট আমার কাছে ফেভারিট। তাই শেষ দুই সিরিজে যা করেছি, সেরকমই কিছু একটা করে দেখাতে চাইছি দক্ষিন আফ্রিকার সিরিজেও। আমি রীতিমত মুখিয়ে আছি।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages