আজ খবর (বাংলা), বেলুড়, হাওড়া, পশ্চিমবঙ্গ, 05/10/2022 : দুর্গা পূজার দশমীর দিন বেলুড় মঠে উপচে পড়ছে ভীড়।
আজ বিজয়া দশমী, চারদিনের দুর্গাপূজার শেষ দিন। গতকালই শেষ হয়েছে নবরাত্রি। আজ গোটা দেশে পালিত হচ্ছে দশেরা উৎসব। রাবণ বধের পালা শেষ হলেই দেশের মানুষ মিষ্টি বিলিয়ে কোলাকুলি সেরে দশেরা পালন করবেন।
পশ্চিম বাংলায় দশেরার সাথে সাথে পালিত হচ্ছে বিজয়া দশমী। মা দুর্গাকে বরণ করার পরেই রাজ্যের বিবাহিত মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন। আর তারপরেই বিদায় বেলা, নদীতে বা জলাশয়ে প্রতীমা বিসর্জন।
বেলুড় মঠে আজ সকাল থেকেই উপচে পড়েছে ভীড়। প্রতি বছর দুর্গা পূজা উপলক্ষ্যে বেলুড় মঠে ভীড় হয়। বোধন থেকে কুমারী পূজা সমস্ত আচার আচরণ পালন করেই দুর্গা পূজায় মেতে ওঠে বেলুড় মঠ। আর সেই আয়োজন দেখতে ব্যাপক ভীড় হয় ভক্তদের। গত দুই বছর করোনা অতিমারীর জন্যে সেভাবে পূজা উপভোগ করা যায় নি, যা এই বছর কড়ায় গণ্ডায় উসুল করে নিতে চাইছেন সাধারন মানুষ। তাই বেলুড় মঠে রীতিমত জন প্লাবন দেখতে পাওয়া যাচ্ছে।