তিন পুরুষ ধরে রাসচক্র বানান আলতাফ মিয়ারা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তিন পুরুষ ধরে রাসচক্র বানান আলতাফ মিয়ারা

Share This

তিন পুরুষ ধরে রাসচক্র বানান আলতাফ মিয়ারা
রবীন্দ্রনাথ ঘোষের সাথে আলতাফ মিঁয়া


আজ খবর (বাংলা), কোচবিহার, পশ্চিমবঙ্গ, 10/10/2022 :  লক্ষ্মীপূর্নিমাতে রাসচক্র গড়ার কাজ শুরু করলেন আলতাফ মিঞা। রাজ আমল থেকে এই মুসলিম পরিবার রাসচক্র তৈরি করছে।

তিন পুরুষ থেকে ছাট গুড়িয়াহাটি গ্রামে রাসচক্র তৈরি করে চলেছে এই পরিবার। এখন রাসচক্র গড়েন আলতাফ মিঞা। তিনি দেবত্র ট্রাস্ট বোর্ডের আওতায় অস্থায়ী চাকুরি করেন। 

সাত হাজার টাকা সামান্য বেতনের চাকরিতে নুন আনতে পান্তা ফুরোয় পরিবারের। তবুও তোর্সা নদীর পাড়ে বসে রাসচক্র গড়েন তিনি। প্রতিবছর লক্ষ্মীপূর্নিমা থেকে রাস চক্র তৈরি শুরু করেন। নিরামিষ খাবার খেয়ে একমাস ধরে তিনি এই রাসচক্র তৈরি করেন। রাসপূর্নিমায় সেই রাসচক্র নিয়ে পৌছে যান মদনমোহন মন্দিরে। সেই রাসচক্র ঘুরিয়ে রাস উৎসব শুরু হয় মদনমোহন মন্দিরে৷ সোমবার তার বাড়িতে যান কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ  ।  

এই পরিবারের পাশে কিভাবে থাকা যায় সেব্যাপারে বোর্ড মিটিং এ আলোচনা হবে বলে তিনি জানান।

রিপোর্ট : অরিন্দম মন্ডল


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages