আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 06/10/2022 : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে করা কংগ্রেস নেতার কটাক্ষের কড়া জবাব দিলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র।
রাষ্ট্রপতি মুর্মু মন্তব্য করেছিলেন, "70 শতাংশ মানুষ গুজরাটের লবণ খায়।" এই মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস নেতা উদিত রাজ টুইট করে লেখেন, "কোনো দেশেই দ্রৌপদী মুর্মুজীর মত রাষ্ট্রপতি নেই। চামচাগিরির সীমা থাকা উচিত। তিনি বলেছেন 70% মানুষ গুজরাটের লবণ খায়। তিনি এই বিষয়টা তখনই জানতে পারবেন যখন তিনি শুধু লবণ খেয়েই থাকবেন।"
আরও পড়ুন : রাতের অন্ধকারে নদীতে হরপা বাণ, মৃত 10, নিখোঁজ অনেকে
কংগ্রেস নেতা উদিত রাজের এই মন্তব্যে ব্যাপক চটেছে পদ্ম শিবির। সম্বিত পাত্র বলেছেন, "কংগ্রেস বরাবরই রাষ্ট্রপতিকে অসন্মান করে মন্তব্য করে। দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করে কংগ্রেস বুঝিয়ে দিল দেশের আদিবাসী সমাজ সম্বন্ধে তাদের ধ্যান ধারনা ঠিক কি রকম !"