আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 05/10/2022 : আজ বিজয়া দশমী। বিসর্জনের বোল উঠছে ঢাকিদের ঢাকে। মন খারাপ বাঙ্গালীর।
চার দিন ধরে উমা মা ছিলেন বাপের বাড়িতে বা মর্ত্যে। এই কয়েকদিন কিভাবে যে আনন্দ উচ্ছাসে কেটে গেল তা টের পাওয়া গেল না। আজ বিজয়া দশমী। আজ মা ফিরে যাচ্ছেন কৈলাসে, শিবের কাছে। তাই মর্ত্যবাসীর মন খারাপ। বিদায় লগ্ন আগত। সিঁদুর খেলা ও অন্যান্য আচার আচরণের পর মা'কে বিদায় জানানোর পালা।
আজ কলকাতার গঙ্গার ঘাটগুলিতে চলছে বিসর্জন। সুষ্ঠুভাবে বিসর্জন সম্পন্ন করতে তৎপর প্রশাসনও। গঙ্গার ঘাটগুলিতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।
আগামী কয়েকদিন ধরেই চলবে বিসর্জন। এর মধ্যেই রয়েছে কার্নিভাল। সেই অনুষ্ঠান উপলক্ষ্যে কলকাতার রেড রোড সেজে উঠেছে। এই কার্নিভাল এবার ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ এর তকমা পেয়েছে। তাই কার্নিভাল নিয়ে রাজ্যবাসীর উৎসাহ অনেকটাই বেশি। এদিকে দেশের বিভিন্ন প্রান্তে রাবন বধ তথা দশেরা উৎসবকে ঘিরে রয়েছে চুড়ান্ত উন্মাদনা।
এই বছরের মত দুর্গা মা চললেন কৈলাসে। তাঁর আগমন বার্তা কৈলাসে পৌঁছে দিতে অনেক আগেই উড়ে গিয়েছে নীলকণ্ঠ পাখিরা। আবার এক বছরের অপেক্ষা, মা আবার ফিরে আসবেন আগামী বছর। ততদিন মায়ের আশির্ব্বাদ পাথেয় করে ভক্তেরা থাকবে মায়ের অপেক্ষায়। শুভ বিজয়া।