তারকেশ্বরে অন্নকুট মহোৎসব - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তারকেশ্বরে অন্নকুট মহোৎসব

Share This

তারকেশ্বরে অন্নকুট মহোৎসব


আজ খবর (বাংলা), তারকেশ্বর, হুগলি, 26/10/2022 : ৫১ পদে রাধাকৃষ্ণের পূজা তারকেশ্বরের অন্নকূট মহোৎসবে।

আজ জাঁকজমকপূর্ণ ভাবে তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় অন্নকূট মহোৎসব চলছে । শৈবতীর্থ তারকেশ্বরে  কালী পূজার পাশাপাশি ঐতিহ্যবাহী অন্নকূট মহোৎসব দেখতে প্রতিবছর হাজার হাজার ভক্ত মন্দির প্রাঙ্গনে এসে হাজির হয়। এবছর এই মহোৎসব ৬৬ তম বর্ষে পা দিল। 


কমিটির পক্ষ থেকে দীধাপতি ভট্টাচার্য এর নাতনি রিন্টু চক্রবর্তী ও সত্যজিৎ রক্ষিত বলেন আজ থেকে ৬৬ বছর আগে স্বর্গীয় দীধাপতি ভট্টাচার্য এই পুজোর শুভ সূচনা করেন।প্রতি বছরই আমাদের মন্ডপে ভাত, লুচি, মিহিদানার তৈরি তিনটি কূট অর্থাৎ পাহাড় ঠাকুরের বিগ্রহ তৈরি করা হয়, পাশাপাশি নাম সংকীর্তন অনুষ্ঠান এবং এবছর আনুমানিক ৫ হাজার মানুষের ভোগের আয়োজন করা হয়েছে বলে তারা জানান।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages