আজ খবর (বাংলা), ইটানগর, অরুণাচল প্রদেশ, 05/10/2022 : অরুণাচল প্রদেশে আজ ভেঙ্গে পড়ল ভারতীয় বায়ু সেনার হেলিকপটার। ঐ ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রতিদিনকার ডিউটিতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধ হেলিকপটার। সেনা সূত্রে জানা গিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর একটি 'চিতা' হেলিকপটার নিয়মিত ডিউটিতে আকাশে উড়েছিল।
অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকায় হঠাৎ করেই দুর্ঘটনার কবলে পড়ে চিতা হেলিকপটারটি এবং পাহাড়ের গায়ে আছড়ে পড়ে। এই ঘটনায় ঐ চিতা হেলিকপটারের চালক পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।
Loading...