আজ খবর (বাংলা), বারামুলা, জম্মু ও কাশ্মীর, ভারত, 05/10/2022 : কাশ্মীর নিয়ে অহেতুক রাজনীতি করা নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
"ওরা বলেছিল কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে কথা বলতে। কিন্তু আমি মনে করি কাশ্মীর নিয়ে আমি কাশ্মীরের তরুন প্রজন্মের সাথে কথা বলতে প্রস্তুত। পাকিস্তানের সাথে কথা বলতে যাব কেন ?" তিনদিনের কাশ্মীর সফরে এসে আজ বারামুলায় এভাবেই নিজের বক্তব্য রাখলেন অমিত শাহ। তাঁর নিশানা ছিল কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশানাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা এবং আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেনট মেহেবুবা মুফতি। কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার সময় এই দুই কাশ্মিরী নেতা নিজেদের মতামত দিয়ে বলেছিলেন এই ব্যাপারে ভারতের উচিত পাকিস্তানের সাথে কথা বলে নেওয়া।
এই পরিপ্রেক্ষিতেই অমিত শাহ আজ বলেন "কথা বলতে হলে কাশ্মীরের আগামী প্রজন্ম বা তরুণদের সাথে কথা বলব, পাকিস্তানের সাথে কেন কথা বলব ?"
কাশ্মীরের গুপকর জোটের বিরুদ্ধে সুর চড়িয়ে অমিত শাহ বলেন, "এরা কাশ্মীরে জঙ্গীদের জন্য লাল কার্পেট বিছিয়ে রেখেছে। কেউ আমাকে একটা পরিসংখ্যান দিয়ে বলতে পারবে পাক অধিকৃত কাশ্মীরের কতগুলো গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে ? আমাদের কাশ্মীরের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। কাশ্মীরে মুফতি কোম্পানি বা আবদুল্লা সন্স 70 বছর ধরে মুখ্যমন্ত্রী থেকেও এক লক্ষ বাড়ি দিতে পেরেছে ? নরেন্দ্র মোদীর সরকার 2014 থেকে 2022 সালের মধ্যে 1 লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে।"
অমিত শাহ বলেন, "যারা 70 বছর ধরে কাশ্মীর উপত্যাকায় সরকার চালালো তারা আমাকে বলছে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে কথা বলতে। আমি বলছি আমি বারামুলায় কথা বলব গুজ্জর, পাহাড়ি আর বকরওয়ালদের সাথে। আমি কথা বলব কাশ্মীরের তরুন প্রজন্মের সাথে। আমি জিজ্ঞাসা করব যারা এখানে সন্ত্রাস চালাতে চাইছে তারা কি দিয়েছে এই কাশ্মীরকে ? আমি অনুরোধ করব দেশের অন্যান্য রাজ্যের সাথে তাদের মত উন্নয়নের প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়ুক কাশ্মীর। তাতে সকলেরই মঙ্গল হবে। আমাদের সমর্থন করুন, আমরা কাশ্মীরের উন্নয়ন ছাড়া আর কিছু ভাবছি না।"