বাসিতকে ইউএপিএ ধারায় জঙ্গী ঘোষনা করল ভারত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বাসিতকে ইউএপিএ ধারায় জঙ্গী ঘোষনা করল ভারত

Share This

বাসিতকে ইউএপিএ ধারায় জঙ্গী ঘোষনা করল ভারত


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 04/10/2022 : জঙ্গী সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য বাসিত আহমেদ রেশিকে ইউএপিএ ধারায় একজন সন্ত্রাসবাদী হিসেবে সরকারীভানে ঘোষনা করল ভারত সরকার।

কাশ্মীরের বারামুলায় 1996 সালে জন্মগ্রহণ করলেও বাসিত বর্তমানে থাকে পাকিস্তানে। বহু জঙ্গী কার্যকলাপের সাথে সে যুক্ত। সে অল্প বয়সী কাশ্মিরী তরুণদের জঙ্গী সংগঠনে যোগ দিতে অনুপ্রাণিত করত। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে স্থানীয়দের উস্কানি দিত। বিভিন্ন জঙ্গী সংগঠনকে অস্ত্র এবং অর্থ পাঠিয়ে সাহায্য করত। নাশকতার কাজে সে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। এই ধরনের প্রচুর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

2015 সালের 18ই অগষ্ট তারিখে বাসিত সোপরের কাছে একটি পুলিশের আউট পোস্টে হামলার ছক কষেছিল এবং হামলাও চালিয়েছিল। ঐ ঘটনায় এক পুলিশ কর্মী ও এক সাধারন নাগরিকের মৃত্যু হয়েছিল। পুলিশ সেই সময় তল্লাশি চালিয়েও বাসিতকে খূঁজে পায় নি। বাসিতের নেটওয়ার্ক বেশ ভাল থাকায় সে অপরাধ করেও বার বার পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। 

বর্তমানে বাসিত পাকিস্তানে লুকিয়ে আছে। আজ দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সরকারীভাবে বাসিতকে সক্রিয় সন্ত্রাসবাদী হিসেবে ঘোষনা করা হল।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages