আজ খবর (বাংলা), সিডনি, অষ্ট্রেলিয়া, 22/10/2022 : এবার টি 20 বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডএর কাছে ঘরের মাঠেই বিশ্রী ভাবে হারতে হল অষ্ট্রেলিযাকে।
আজ টসে জিতে অষ্ট্রেলিয়া ফিল্ডিং বেছে নেয় এবং নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। অসাধারণ ব্যাটিং করেন নিউজিল্যান্ড এর ব্যাটাররা। এফ আলেন 16 বলে 42 রান, কনওয়ে 58 বলে 92 রান, অধিনায়ক উইলিয়ামসন 23 বলে 23 রান, ফিলিপস 10 বলে 12 রান এবং নিসাম 13 বলে 26 রান করেন। নিউজিল্যান্ড এর ব্যাটাররা প্রত্যেকেই ব্যাট হাতে চুড়ান্ত সফল। নিউজিল্যান্ড 20 ওভারে 3 উইকেট হারিয়ে মোট 200 রান তোলে।
201 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে অষ্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে কেউই সেভাবে বড় অঙ্কের রান খাড়া করতে পারে নি। সত্যি বলতে নিউজিল্যান্ডের নিখুঁত বোলিং এর সামনে সেভাবে দাঁড়াতেই পারে নি বিশ্ব চ্যাম্পিয়ান অষ্ট্রেলিয়া। 17.1 ওভারে 10 উইকেট হারিয়ে 111 রান তুলেই মুখ থুবড়ে পরে অষ্ট্রেলিয়া। নিউজিল্যান্ড জিতে যায় 89 রানে।