আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 24/10/2022 : সাড়ে 6 ঘন্টা পার হয়ে গেলেও বানতলা লেদার কমপ্লেক্সের আগুন এখনও পর্যন্ত নেভানো গেল না।
আজ দুপুর আড়াইটে নাগাদ বানতলা লেদার কমপ্লেক্সের 5 নম্বর জোনে একটি কারখানায় আগুন লেগে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছায় দমকল বাহিনী। আগুন ততক্ষণে কারখানার প্রথম ও দ্বিতীয় তলকে গ্রাস করেছে।
ঘটনাস্থলে দমকল বাহিনীর কুড়িটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করতে থাকে। এছাড়াও আনা হয় একটি হাইড্রোলিক ল্যাডার। কিন্তু আজ হাওয়ার দাপট এতটাই ছিল যে সেই হাওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়ছিল। এরপর তৃতীয় তলেও আগুন ছড়িয়ে পড়ে ।
গোটা কারখানা দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকে রীতিমত হিমশিম খেতে হয়। তবু কিছুক্ষণ আগে যখন আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসে গিয়েছিল, তখনই হঠাৎ করে দু'বার বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। ঐ কারখানার মধ্যে প্যান্ট্রি ছিল, তাই সেখানে গ্যাস সিলিন্ডার ফেটে থাকতে পারে। অথবা চামড়ার কারখানায় রাসায়নিক ভর্তি ড্রাম বা জার ফেটেও বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
লেদার কমপ্লেক্সের ঐ কারখানায় কিভাবে আগুন লাগল বা কেন 6 ঘন্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আনা গেল না সে বিষয়ে কোনো বিবৃতি এখনও দেয় নি দমকল কর্তৃপক্ষ। তবে বাজি থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনেকেই মনে করছেন। কারখানার ছাদ থেকে মোট 11 জনকে উদ্ধার করা হয়েছে।