আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 26/10/2022 : রাজ্য সরকারের বিরুদ্ধে ফান্ড বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলল ন্যাশানাল ক্যাডেট ক্রপস বা এন সি সি।
এন সি সি হল একটি সংস্থা যেখানে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা সেনা অনুশীলনের সুযোগ পায় এবং ভবিষ্যতে সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীতে যোগদানের সুযোগ পায়। ভারতীয় সেনাবাহিনীতে আর্মি, নেভি বা এয়ার ফোর্সে যোগ দেওয়ার সুযোগ পাওয়া যায় এন সি সি ট্রেনিং নেওয়া থাকলে।
এন সি সি ট্রেনিং এর মধ্যে ফিল্ড ক্যাম্প ছাড়াও অস্ত্র চালনার ট্রেনিংও দেওয়া হয়। এমনকি যুদ্ধক্ষেত্রেও সহায়তার কাজে লাগানো হয় এন সি সি ক্যাডেটদের। সেই এন সি সি ক্যাডেটরাই এবার সমস্যার সম্মুখীন হয়েছে পশ্চিমবঙ্গে।
বলা হচ্ছে, এন সি সির ব্যয়ভার 75% বহন করে কেন্দ্র সরকার এবং 25% বহন করে রাজ্য সরকার। 2022-23 অর্থবর্ষে রাজ্য সরকার এন সি সি ফান্ড বন্ধ রাখায় কেন্দ্র সরকারের বরাদ্দও ফিরে যাচ্ছে। রাজ্য সরকার এই খাতে এখনও পর্যন্ত প্রায় 80 লক্ষ তাকা দিয়েছে, বকেয়া রয়েছে আরও 3 কোটি টাকার মত। গত বছর ও চলতি বছর, এই দুই অর্থবর্ষ মিলিয়ে মোট বকেয়া প্রায় 10 কোটি টাকার মত। এই পরিমান টাকা বকেয়া থাকার কারনেই কেন্দ্রের বরাদ্দ টাকাও ফররৎ চলে যাচ্ছে। যার ফলে ফিল্ড ক্যাম্প ও এর পরের ট্রেনিং থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের হাজার হাজার ছেলে মেয়েরা। এমনটা চলতে থাকলে গোটা দেশের নিরিখে পিছিয়ে পড়বে আমাদের রাজ্যের এন সি সি ক্যাডেটরা। ক্ষতিগ্রস্ত হবে আগামী প্রজন্ম।
Loading...