দীপাবলিতে সেনার সাথে কার্গিলে প্রধানমন্ত্রী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দীপাবলিতে সেনার সাথে কার্গিলে প্রধানমন্ত্রী

Share This

দীপাবলিতে সেনার সাথে কার্গিলে প্রধানমন্ত্রী


আজ খবর (বাংলা), কার্গিল, লাদাখ, 24/10/2022 : প্রতি বছরের মত এ বছরেও সেনাবাহিনীর সাথে দীপাবলির আনন্দ ভাগ করে নিতে কার্গিল চলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দীপাবলির আনন্দ সেনাবাহিনীর সাথে দীপাবলির আনন্দ ভাগ করে নিতে নরেন্দ্র মোদী আজ লাদাখের কার্গিলে গিয়ে পৌঁছেছেন। তিনি বলেছেন, "সেনাবাহিনী আমাদের সুরক্ষা কবচ। সেনা বাহিনী জেগে থাকে বলেই আমরা রোজ নিশ্চিন্তে ঘুমোতে পারি। এখন উৎসবের দিনেও সেনাবাহিনী আমাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে দিন রাত জেগে কাজ করে চলেছে।"


প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর দীপাবলির আনন্দ সেনাবাহিনীর সাথে ভাগ করে নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখের কার্গিলে পৌঁছেছেন। গত বছর তিনি জম্মুর নৌসেরা সেক্টরে সেনাবাহিনীর সাথে দীপাবলি কাটিয়েছেন। 2020 সালে তিনি দীপাবলির আনন্দ ভাগ করে নেন সেনাবাহিনীর সাথে রাজস্থানের জয়শলমিরের লঙ্গেওয়ালায়। 2019 সালে তিনি সেনার সাথে দীপাবলি কাটিয়েছেন এলওসির রাজৌরি সেক্টরে। 2018 সালে তিনি আইটিবিপির জওয়ানদের সাথে কাটান উত্তরাখন্ডের হরসিলে। এভাবেই প্রতি বছর দীপাবলি একসাথে কাটিয়ে জওয়ানদের মনোবল চাঙ্গা করে তুলতে চাইছেন নরেন্দ্র মোদী। আর কিছুদিন পরেই তুষারে ঢেকে যাবে হিমালয়ের সু উচ্চ প্রান্তর। সেই সময় রুক্ষ বরফে অর্ধেক শরীর ডুবিয়ে দিন রাত পাহারার কাজ করে যাবেন সেনাবাহিনীর জওয়ানরা। তার আগে দীপাবলি উপলক্ষে প্রধানমন্ত্রীর সান্নিধ্য যদি একটুও উষ্ণতা এনে দেয় তাহলে সেটাই বা মন্দ কি !

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages