প্রতিটা বলে উত্তেজনা, চমক, পাকিস্তানকে শেষ বলে হারাল ভারত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রতিটা বলে উত্তেজনা, চমক, পাকিস্তানকে শেষ বলে হারাল ভারত

Share This

প্রতিটা বলে উত্তেজনা, চমক, পাকিস্তানকে শেষ বলে হারাল ভারত


আজ খবর (বাংলা), মেলবোর্ন, অষ্ট্রেলিয়া, 23/10/2022 : পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে অবিশ্বাস্য জয় ছিনিয়ে আনল ভারত। ভারত - পাক দ্বৈরথ যতটা টানটান উত্তেজনায় শেষ হওয়া উচিত, এ যেন তাকেও ছাপিয়ে গেল।

এবারের টি 20 বিশ্বকাপের প্রথম খেলায় পাকিস্তানকে 4 উইকেটে হারাল বিরাট কোহলিরা। ম্যাচের শেষ বলে জয় পেল ভারত।

টসে জিতে ফিল্ডিং নিয়ে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে প্রথমেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। প্রথম স্পেলে ভারতের নবাগত বোলার অর্শ্বদীপ পেয়ে যান দুই উইকেট।


পাক ব্যাটারদের মধ্যে রিজওয়ান 12 বলে 4 রান, বাবর আজম 1 বলে 0, মাসুদ 42 বলে 52, আহমেদ 34 বলে 51, খান 6 বলে 5, আলি 4 বলে 2, নাওয়াজ 6 বলে 9, এ আলি 3 বলে 2, আফ্রিদি 8 বলে 16, রৌফ 4 বলে 6 রান করেন। পাকিস্তান 20 ওভারে 8 উইকেট হারিয়ে 159 রান তোলে। 

ভারতীয় বোলারদের মধ্যে আজ ভুবনেশ্বর কুমার 22 রান দিয়ে 1 উইকেট পান, অর্শ্বদীপ 32 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন, মহম্মদ সামি 25 রান দিয়ে 1 উইকেট, হার্দিক পান্ডিয়া 30 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। অশ্বিন 23 রান দিয়ে কোনো উইকেট পান নি। অক্ষর প্যাটেল 1 ওভার হাত ঘুরিয়ে 21 রান দিয়েছেন।

160 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতও উইকেট হারাতে শুরু করে। রানও আসছিল না তেমন করে। ভারতীয় ব্যাটারদের মধ্যে কে এল রাহুল 8 বলে 4 রান, রোহিত শর্মা 7 বলে 4 রান, বিরাট কোহলি 53 বলে 82 রান, সুর্যকুমার যাদব 10 বলে 15 রান, অক্ষর প্যাটেল 3 বলে 2 রান, হার্দিক পান্ড্যিয়া 37 বলে 40 রান, দীনেশ কার্তিক 2 বলে 1 রান এবং অশ্বিন 1 বলে 1 রান করেন। ভারত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 160 রান তুলে দিয়ে 4 উইকেটে ম্যাচ জিতে নিল। ম্যাচ জিতে ভারতীয় শিবির তথা দর্শকদের শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল যেন ভারত চ্যাম্পিয়ান হয়ে গিয়েছে। হবে নাই বা কেন, ভারতীয় ব্রিগেড আজ গোটা দেশকে দীপাবলির শ্রেষ্ঠ উপহার দিয়ে দিয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages