আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 22/10/2022 : ঘূর্ণিঝড় সিত্রাং এর ল্যান্ড ফল পশ্চিম বাংলায় হচ্ছে না, হচ্ছে বাংলাদেশে।
আজ আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়তে চলেছে বাংলাদেশের উপকূলভাগে। এই মুহুর্তে এই ঝড়ের অবস্থান বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমান্তের কাছে। আগামী 24 বা 25 তারিখে বাংলাদেশের সুন্দরবন উপকূল অঞ্চলে আছড়ে পড়তে চলেছে সিত্রাং ঘূর্ণিঝড়।
সিত্রাং ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গের তিন উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। ঐ জেলাগুলি হল উত্তর 24 পরগণা, দক্ষিন 24 পরগণা ও পূর্ব মেদিনীপুর। এই তিন জেলায় 24 তারিখ ভারী এবং 25 তারিখে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। হাওড়া ও কলকাতার কিছু জায়গাতেও বৃষ্টি হতে পারে।
সিত্রাং ঘূর্ণি ঝড়ের ক্ষয়ক্ষতি সামলাতে প্রশাসন তৎপর রয়েছে বলে জানা গিয়েছে। উপকূলের তিন জেলায় ফসলের ক্ষতি হতে পারে তাই ফসল সম্পর্কে নির্দিষ্ট কিছু সতর্কতা অবলম্বন করার কথা জানিয়েছে রাজ্যের কৃষি দপ্তর। আগামী 24 ও 25 তারিখে সুন্দরবন এলাকায় ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।