আজ খবর (বাংলা), সিটি সেন্টার, সল্ট লেক, কলকাতা, 21/10/2022 : গতকাল মধ্যরাত্রে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগের বিরুদ্ধে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নেমে প্রতিবাদ জানায় বিভিন্ং রাজনৈতিক দলগুলি।
আজ বাম নেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে সল্ট লেকের সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীরা। তাঁদের বিক্ষোভ আন্দোলন তুলতে এলে পুলিশের সাথে ছাত্রদের রীতিমত ধ্ব্স্তাধস্তি বেঁধে যায়। শেষ পর্যন্ত পাঁজাকোলা করে বিক্ষুব্ধ বাম কর্মীদের আটক করে নিয়ে চলে যায় বিধাননগর কমিশনারেট এর পুলিশ। এর পরেও ঐ এলাকায় জমায়েতের চেষ্টা করেন বাম ছাত্রেরা।
সিটি সেন্টারের অদূরে বিকাশ ভবনের সামনে একই কারনে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সেখানেও পুলিশের সাথে সংঘাত বাঁধে। শেষ পর্যন্ত কিছু ছাত্রকে আটক করে বাসে তুলে নিয়ে যায় বিধাননগর কমিশনারেট এর পুলিশ।
আজ সেন্ট্রাল এভিনিউতে একই ইস্যুতে পথে নামে বিজেপি। নেতৃত্ব দিয়েছেন অগ্নিমিত্রা পল, সজল ঘোষ ও অন্যান্যরা। মিছিল মেডিকেল কলেজ ছাড়িয়ে এগিয়ে যায় ধর্মতলা অভিমুখে। তবে যোগাযোগ ভবনের সামনেই সম্ভবত পুলিশ মিছিল আটকে দেবে আর সেখানেই মুখ্যমন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করবেন বিজেপি নেতৃত্ব। আজ শিলিগুড়িতেও পথে নেমে বিক্ষোভ দেখায় কংগ্রেস পার্টি।