মধ্যরাত্রে উঠে গেল অনশন আন্দোলন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মধ্যরাত্রে উঠে গেল অনশন আন্দোলন

Share This

মধ্যরাত্রে উঠে গেল অনশন আন্দোলন


আজ খবর (বাংলা), করুণাময়ী, সল্টলেক, 21/10/2022 : 86 ঘণ্টার আন্দোলন উঠে গেল মাত্র আধ ঘন্টায়। মধ্যরাত্রে পুলিশ বাহিনীর তৎপরতায় টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলনের সমাপ্তি ঘটল।

গতকাল রাত্রি থেকেই উত্তেজনা বাড়ছিল সল্ট লেকে করুণাময়ীর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের মধ্যে। আন্দোলন তুলে নেওয়ার জন্য তাদের ওপর চাপ বাড়ছিল। ততক্ষণে গোটা  এলাকা পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে গিয়েছে। পুলিশের কর্তা ব্যক্তিরা আন্দোলন রত চাকরি প্রার্থীদের অনশন ও আন্দোলন তুলে নেওয়ার জন্যে একটু একটু করে যতই চাপ বাড়াতে শুরু করুন না কেন, আন্দোলন রত চাকরি প্রার্থীদের অনমনীয় মনোভাব ততটাই ফুটে উঠছিল। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল শ্লোগান।

মধ্যরাত্রে পুলিশ এসে ঘোষনা করে 2 মিনিটের মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে হবে। ততক্ষণে ঐ এলাকায় 144 ধারা জারি আছে জেনে আন্দোলনকারীরা 4 জন  করে একেকটা গ্রুপে ভাগ হয়ে আলাদা আলাদাভাবে বেস শ্লোগান দিতে থাকেন। এর পরেই পুলিশ বল প্রয়োগ করতে শুরু করে।

আন্দোলনকারীরা রাস্তায় শুয়ে পড়লে তাদের টেনে হিঁচড়ে চ্যাং দলা করে প্রিজন ভ্যানগুলিতে তলা হতে থাকে। আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা বিক্ষোভে সোচ্চার হয়ে উঠলেও আধ ঘণ্টার মধ্যেই এলাকা ফাঁকা করে দেওয়া হয়। 2014 র ব্যাচ ছত্রভঙ্গ হয়ে যায়। এই সময় দুরে বসে থাকা 2017 র ব্যাচ এবং 2014র ব্যাচের মধ্যে আন্দোলন নিয়ে দ্বিধা বিভক্ত হতেও দেখা যায়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages