আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 19/10/2022 : খেলার মাঠ থেকে শয্যাশায়ী হয়ে দিন কাটাচ্ছেন ময়দানের চেনা ফুটবলার লি।
খেলার মাঠে লি বলেই সবাই চেনেন তাকে। ইস্টবেঙ্গল, মহামেডান, কালীঘাটের হয়ে ফুটবল খেলতে বিদেশে গিয়েছেন, এমনকি ম্যানচেস্টার কাপেও প্রতিনিধিত্ব করেছেন লি। জীবন দিয়ে ভালোবাসতেন ফুটবলকে। ছোট থেকেই খেলার নেশায় মাঠে পড়ে থাকতেন। আর তার থেকেই ট্রায়াল দিয়ে কিশোর বয়সে ইস্টবেঙ্গল এ খেলার সুযোগ আসে। তারপর আর ফিরে তাকাতে হয়নি অশোকনগর লেকপার এলাকার বাসিন্দা লি কে। কলকাতার বিভিন্ন নামি ক্লাবের হয়ে একের পর এক খেলায় নিজের পায়ের জাদু দেখিয়েছেন এই খেলোয়াড়। প্রথম শাড়ির নামকরা ফুটবল তারকারাও তাকে চেনেন এক নামেই। যদিও আজ তিনি অসহায়ের মতনই বিছানায় শয্যাশায়ী হয়ে দিন কাটাচ্ছেন। পায়ের জাদু দেখাতে আর ফিরতে পাচ্ছেন না সবুজ গালিচায়। নিজের পা বাঁচানোর লড়াইয়ে আজ অসহায় ইস্টবেঙ্গল এর মতো জনপ্রিয় ফুটবল দলে খেলা, ফুটবল প্লেয়ার লি।
বর্তমানে চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। যা যোগাড় করে উঠতে পারছে না চক্রবর্তী পরিবার। রাজ্যের ক্রীড়া মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন ফুটবলার জয়দেব চক্রবর্তী ওরফে লি।
বাড়ির একমাত্র রোজগেরে ছেলে ছিল জয়দেব বাবু। বৃদ্ধ মা, স্ত্রী ও এক বছরের শিশু কন্যাকে নিয়ে বর্তমানে কোন রকমে টানাটানি করে চলছে সংসার। চিকিৎসার জন্য জমানো টাকাও সব শেষ। স্বাস্থ্য সাথী কার্ড এর বীমাও ফুরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যেখানে পেট চলানোই দায়, সেখানে চিকিৎসা কিভাবে হবে তা বুঝে উঠতে পারছে না গোটা পরিবার। জয়দেবের এই অবস্থার জন্য চিকিৎসার গাফিলতিকেই দায়ী করছেন তারা। স্বামীর কথা ভেবে চোখের জল ধরে রাখতে পারছেন না স্ত্রী-অনিন্দিতা চক্রবর্তী-ও।
প্রতিবেশী আত্মীয় পরিজনরা সাহায্যের হাত বাড়িয়ে দিলেও এত টাকা জোগাড় করা সকলের কাছেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঠে ফেরা তো দুরস্ত, নিজের পায়ে দাঁড়ানোটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জয়দেব ওরফে লি এর কাছে।
চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন অস্ত্রোপচারের পর পা বাঁচলেও, আর ফিরতে পারবেন না খেলার মাঠে। একজন খেলোয়াড়ের কাছে এই দুঃসংবাদ যে কত বড় যন্ত্রণার, তা বলার অপেক্ষা রাখে না। তবে পরিবারকে বাঁচাতে এখন নিজের পায়ে দাঁড়াতে মরিয়া অশোকনগরের প্রিয় ফুটবল খেলোয়াড় লি। সকলের কাছেই আজ তাই সাহায্য প্রার্থনা করছেন তিনি।