আজ খবর (বাংলা), লন্ডন, ইউ কে, 24/10/2022 : যুক্তরাজ্যের সর্ব কনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনক। এই প্রথম ভারতীয় বংশোদ্ভূত কেউ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন।
ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনকের ওপর ব্রিটিশদের প্রত্যাশা যে বেড়েছে তার প্রমান ঋষির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া এবং নির্বাচনে শেষ হাসিটা হেসে প্রধানমন্ত্রীর আসনে গিয়ে বসা।
উল্লেখ্য, টোড়ি নেতৃত্বের প্রতিযোগিতায় লিজ ট্রসের কাছে হেরে গিয়ে মাত্র দুই মাসের কম সময়ের ব্যবধানে ব্রিটেনের কনজারভেটিভ পার্টি নেতা হয়ে গিয়েছিলেন ঋষি সুনক। আর আজ তিনিই বসলেন প্রধানমন্ত্রীর আসনে।
ঋষি সুনকের জন্ম সাউদাম্পটনে। তাঁর বাবা মা ভারতীয় বংশোদ্ভূত, যাঁরা এক সময়ে পূর্ব আফ্রিকা থেকে ব্রিটেনে এসেছিলেন। ঋষির পড়াশুনা অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তিনি বিবাহ করেন শিল্পপতি এন আর নারায়ণ মূর্তির (ইনফোসিস) কন্যা অক্ষতা মূর্তিকে। ঋষিই ব্রিটেনের সর্ব কনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন।